১- আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে প্রশংসা করতে হবে, গুনকীর্তন করতে হবে, তাসবীহ করা, যিকর করা। রেফারেন্স: সূরা ফাতিহা ১-৪, নাস ১-৩, ফালাক্ব-১-২, নাসর ৩, দুহা ১১, আ'লা ১-৮, আ'লা ১৫ ২- আল্লাহর কাছে সঠিক পথের জন্য সাহায্য চাইতে হবে। রেফারেন্স: সূরা ফাতিহা ৫-৭ ৩- আল্লাহর কাছে কুমন্ত্রণাদাতা মানুষ ও জ্বিনের ক্ষতি এবং সকল অনিষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য সাহায্য চাইতে হবে। রেফারেন্স: সূরা নাস ৪-৬, সূরা ফালাক ৩-৫ ৪- আল্লাহর কাছে নিয়মিত তওবা ও ক্ষমা চাইতে হবে। রেফারেন্স: সূরা নাসর-৩ ৫- আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করা। রেফারেন্স: সূরা কাউসার ২, আ'লা ১৫ ৬- আল্লাহর উদ্দেশ্যে কুরবানী করা। রেফারেন্স: সূরা কাউসার ২ ৭- আল্লাহর ইবাদত করা। রেফারেন্স: সূরা কুরাইশ ৩, বাইয়্যেনা ৫, ইনশিরাহ ৭-৮, ফাজর ২৮-৩০, ৮- ঈমান আনা। রেফারেন্স: সূরা আসর ৩, বাইয়্যেনা ৭, আত ত্বীন ৬, বালাদ ১৭, বুরুজ ১১, ইনশিকাক ২৫, মুতাফফিফীন ৩৪-৩৫, ৯- সৎকাজ করা। রেফারেন্স: সূরা আসর ৩, বাইয়্যেনা ৭, আত ত্বীন ৬, বুরুজ ১১, ইনশিকাক ২৫, মুতাফফিফীন ২২, ইনফিতার ১৩, ১০- সত্যের ও ভালো কাজের উপদেশ দেয়া। রেফারেন্স: সূরা আসর ...
Comments
Post a Comment