যা করা যাবে না

১- কারো অনিষ্ট বা ক্ষতি করা। রেফারেন্স: ফালাক্ব-৪
২- হিংসা করা। রেফারেন্স: ফালাক্ব-৫
৩- কাউকে কুমন্ত্রণা ও খারাপ কাজের দিকে আহ্বান করা । রেফারেন্স: সূরা নাস ৪-৬
৪- কাফেররা যাদের ইবাদত করে তাদের ইবাদত করা। অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করা। রেফারেন্স: কাফিরুন ২-৪
৫- ইয়াতিমকে তাড়িয়ে দেয়া বা ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা। রেফারেন্স: সূরা মাউন ২, দুহা ৯, ফাজর ১৭,
৬- মিসকিনকে ও ভিক্ষুককে খাবার না দেয়া ও খাবার দিতে উতসাহিত না করা। রেফারেন্স: সূরা মাউন ৩, দুহা ১০, ফাজর ১৮,
৭- নামাজের ব্যাপারে উদাসীন থাকা। রেফারেন্স: সূরা মাউন ৪-৫,
৮- রিয়া বা লোক দেখানোর জন্য ভালো কাজ করা। রেফারেন্স: সূরা মাউন ৬,
৯- নিত্য প্রয়োজনীয় ছোটখাটো বিষয় মানুষকে ধার না দেয়া। রেফারেন্স: সূরা মাউন ৭
১০- সামনাসামনি কারো নিন্দা করা। রেফারেন্স: সূরা হুমাযাহ ১
১১- গীবত করা। রেফারেন্স: সূরা হুমাযাহ ১
১২- সম্পদের প্রেম, সম্পদ জমা করা, গুনে গুনে রাখা ও প্রাচুর্যের প্রতিযোগিতা করা। রেফারেন্স: সূরা হুমাযাহ ২-৯, তাকাসুর ১-৮, আদিয়াত ৮-১১, ফাজর ২০,
১৩- আল্লাহকে অস্বীকার করা, বিদ্রোহ, অবাধ্যতা। রেফারেন্স: বাইয়্যেনা ৬, লাইল ১৪-১৬, শামস ১১-১৫, বালাদ ১৯-২০, গাশিয়াহ ২৩-২৬, বুরুজ ১৮-২২, ইনশিকাক ২০-২৪,
১৪- সালাত আদায় করতে নিষেধ করা। রেফারেন্স: আলাক্ব ১০-১৮
১৫- কৃপনতা করা। রেফারেন্স: সূরা লাইল ৮-১১
১৬- মীরাসের সব সম্পদ খেয়ে ফেলা অন্যকে বঞ্চিত করে। রেফারেন্স: ফাজর ১৯
২০- সত্যের উপদেশ গ্রহণ না করা। রেফারেন্স: সূরা আ'লা ১১-১৩
২১- দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া। রেফারেন্স: সূরা আ'লা ১৬
২২- জুলুম করা। রেফারেন্স: সূরা বুরুজ ১০,
২৩- আল্লাহকে ভুলে পরিবার নিয়ে ভোগ বিলাসে মত্ত থাকা। রেফারেন্স: সূরা ইনশিকাক ১০-১৪, ইনফিতার ৯,
২৪- ওজনে/ মাপে কম দেয়া। রেফারেন্স: সূরা মুতাফফিফীন ১-৩
২৫-  আখিরাতকে অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা। রেফারেন্স: সূরা মুতাফফিফীন ১০-১৪
২৬- বিদ্রুপ করা, ব্যাঙ্গ করা, উপহাস করা, টিটকারি করা। রেফারেন্স: ২৯-৩২
 

Comments

Popular posts from this blog

যা করতে হবে

যা করা যাবে