যা করতে হবে

১- আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে প্রশংসা করতে হবে, গুনকীর্তন করতে হবে, তাসবীহ করা, যিকর করা। রেফারেন্স: সূরা ফাতিহা ১-৪, নাস ১-৩, ফালাক্ব-১-২, নাসর ৩, দুহা ১১, আ'লা ১-৮, আ'লা ১৫
২- আল্লাহর কাছে সঠিক পথের জন্য সাহায্য চাইতে হবে। রেফারেন্স: সূরা ফাতিহা ৫-৭
৩- আল্লাহর কাছে কুমন্ত্রণাদাতা মানুষ ও জ্বিনের ক্ষতি এবং সকল অনিষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য সাহায্য চাইতে হবে। রেফারেন্স: সূরা নাস ৪-৬, সূরা ফালাক ৩-৫
৪- আল্লাহর কাছে নিয়মিত তওবা ও ক্ষমা চাইতে হবে। রেফারেন্স: সূরা নাসর-৩
৫- আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করা। রেফারেন্স: সূরা কাউসার ২, আ'লা ১৫
৬- আল্লাহর উদ্দেশ্যে কুরবানী করা। রেফারেন্স: সূরা কাউসার ২
৭- আল্লাহর ইবাদত করা। রেফারেন্স: সূরা কুরাইশ ৩, বাইয়্যেনা ৫, ইনশিরাহ ৭-৮, ফাজর ২৮-৩০,
৮- ঈমান আনা। রেফারেন্স: সূরা আসর ৩, বাইয়্যেনা ৭, আত ত্বীন ৬, বালাদ ১৭, বুরুজ ১১, ইনশিকাক ২৫, মুতাফফিফীন ৩৪-৩৫, 
৯- সৎকাজ করা। রেফারেন্স: সূরা আসর ৩, বাইয়্যেনা ৭, আত ত্বীন ৬, বুরুজ ১১, ইনশিকাক ২৫, মুতাফফিফীন ২২, ইনফিতার ১৩, 
১০- সত্যের ও ভালো কাজের উপদেশ দেয়া। রেফারেন্স: সূরা আসর ৩, গাশিয়াহ ২১, আ'লা ৯,
১১- সবর করা ও সবরের উপদেশ দেয়া। রেফারেন্স: সূরা আসর ৩, বালাদ ১৭, 
১২- সালাত কায়েম করা। রেফারেন্স: বাইয়্যেনা ৫,
১৩- যাকাত আদায় করা। রেফারেন্স: বাইয়্যেনা ৫
১৪- তাকওয়া বা আল্লাহকে ভয় করা। রেফারেন্স: বাইয়্যেনা ৮, লাইল ৫, লাইল ১৭, 
১৫- পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। রেফারেন্স: সূরা আলাক্ব ১-৫,
১৬- সিজদা করা। রেফারেন্স: সূরা আলাক্ব ১৯, 
১৭- আল্লাহর রাস্তায় দান করা। রেফারেন্স: সূরা লাইল ৫, লাইল ১৮,
১৮- নফসকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি অর্জন, পবিত্র হওয়া। রেফারেন্স: আশ শামস ১০, আ'লা ১৪,
১৯- ইয়াতিম ও মিসকিনকে খাদ্য দান করা। রেফারেন্স: সূরা বালাদ ১৪-১৬,
২০- দাসমুক্ত করা। রেফারেন্স: সূরা বালাদ ১৩

Comments

Popular posts from this blog

যা করা যাবে

যা করা যাবে না