Posts

যা করা যাবে

১- সুযোগ থাকা সত্ত্বেও কাফেরদেরকে সামান্য কিছুক্ষণের জন্য এদের অবস্থার ওপর ছেড়ে দেয়া। রেফারেন্স: সূরা তারিক্ব ১৭

যা করা যাবে না

১- কারো অনিষ্ট বা ক্ষতি করা। রেফারেন্স: ফালাক্ব-৪ ২- হিংসা করা। রেফারেন্স: ফালাক্ব-৫ ৩- কাউকে কুমন্ত্রণা ও খারাপ কাজের দিকে আহ্বান করা । রেফারেন্স: সূরা নাস ৪-৬ ৪- কাফেররা যাদের ইবাদত করে তাদের ইবাদত করা। অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করা। রেফারেন্স: কাফিরুন ২-৪ ৫- ইয়াতিমকে তাড়িয়ে দেয়া বা ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা। রেফারেন্স: সূরা মাউন ২, দুহা ৯, ফাজর ১৭, ৬- মিসকিনকে ও ভিক্ষুককে খাবার না দেয়া ও খাবার দিতে উতসাহিত না করা। রেফারেন্স: সূরা মাউন ৩, দুহা ১০, ফাজর ১৮, ৭- নামাজের ব্যাপারে উদাসীন থাকা। রেফারেন্স: সূরা মাউন ৪-৫, ৮- রিয়া বা লোক দেখানোর জন্য ভালো কাজ করা। রেফারেন্স: সূরা মাউন ৬, ৯- নিত্য প্রয়োজনীয় ছোটখাটো বিষয় মানুষকে ধার না দেয়া। রেফারেন্স: সূরা মাউন ৭ ১০- সামনাসামনি কারো নিন্দা করা। রেফারেন্স: সূরা হুমাযাহ ১ ১১- গীবত করা। রেফারেন্স: সূরা হুমাযাহ ১ ১২- সম্পদের প্রেম, সম্পদ জমা করা, গুনে গুনে রাখা ও প্রাচুর্যের প্রতিযোগিতা করা। রেফারেন্স: সূরা হুমাযাহ ২-৯, তাকাসুর ১-৮, আদিয়াত ৮-১১, ফাজর ২০, ১৩- আল্লাহকে অস্বীকার করা, বিদ্রোহ, অবাধ্যতা। রেফারেন্স: বাইয়্যেনা ৬

যা করতে হবে

১- আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে প্রশংসা করতে হবে, গুনকীর্তন করতে হবে, তাসবীহ করা, যিকর করা। রেফারেন্স: সূরা ফাতিহা ১-৪, নাস ১-৩, ফালাক্ব-১-২, নাসর ৩, দুহা ১১, আ'লা ১-৮, আ'লা ১৫ ২- আল্লাহর কাছে সঠিক পথের জন্য সাহায্য চাইতে হবে। রেফারেন্স: সূরা ফাতিহা ৫-৭ ৩- আল্লাহর কাছে কুমন্ত্রণাদাতা মানুষ ও জ্বিনের ক্ষতি এবং সকল অনিষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য সাহায্য চাইতে হবে। রেফারেন্স: সূরা নাস ৪-৬, সূরা ফালাক ৩-৫ ৪- আল্লাহর কাছে নিয়মিত তওবা ও ক্ষমা চাইতে হবে। রেফারেন্স: সূরা নাসর-৩ ৫- আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করা। রেফারেন্স: সূরা কাউসার ২, আ'লা ১৫ ৬- আল্লাহর উদ্দেশ্যে কুরবানী করা। রেফারেন্স: সূরা কাউসার ২ ৭- আল্লাহর ইবাদত করা। রেফারেন্স: সূরা কুরাইশ ৩, বাইয়্যেনা ৫, ইনশিরাহ ৭-৮, ফাজর ২৮-৩০, ৮- ঈমান আনা। রেফারেন্স: সূরা আসর ৩, বাইয়্যেনা ৭, আত ত্বীন ৬, বালাদ ১৭, বুরুজ ১১, ইনশিকাক ২৫, মুতাফফিফীন ৩৪-৩৫,  ৯- সৎকাজ করা। রেফারেন্স: সূরা আসর ৩, বাইয়্যেনা ৭, আত ত্বীন ৬, বুরুজ ১১, ইনশিকাক ২৫, মুতাফফিফীন ২২, ইনফিতার ১৩,  ১০- সত্যের ও ভালো কাজের উপদেশ দেয়া। রেফারেন্স: সূরা আসর ৩, গাশি